রপ্তানী দলিলপত্র প্রণয়ন ও আবশ্যকীয় দলিলসমূহের বিবরণ
রপ্তানী দলিলপত্র প্রণয়ন
রেপ্তানীমূল্য আদায় করার জন্য একজন রপ্তানীকারকের রপ্তানী দলিল অতি ক্ষুদাবে প্রণয়ন ও দাখিলকরণ গুরুত্বপূর্ণ। অক্ষের নীলন ছেল এগট ঘটলে, তা অতি ক্ষুদ্র হলেও, বড় সমস্যা সৃষ্টি করতে পারে। তাই রপ্তানী আদেশ সম্পাদনের জন্য প্রাথমিক কর্তব্য হিসেবে চুক্তি বা এলসিতে উল্লেখিত কাগজপত্র সঠিকভাবে সংগ্রহ ও প্রস্তুত করতে হবে। চুক্তি বা এলসিতে উল্লেখিত কোন শর্ত পালন অসম্ভব হয়ে দাঁড়ালে কিংবা অস্পষ্ট হলে চুক্তির ক্রেতার নিকট তা সংশোধনের আবেদন জামানো যেতে পারে। যা-ই হোক, রপ্তানী বাণিজ্যে অনেকগুলো দলিল দরকার হয়, এগুলোকে আবশ্যকীয় ও সহায়ক দলিল এই দুই ভাগে ভাগ করা যেতে পারে। নিম্নে এতদুভয় দলিল সম্পর্কে আলোচিত হলঃ
রপ্তানি বাণিজ্যের বিভিন্ন দিক সম্পর্কে জানুন
আবশ্যকীয় দলিলসমূহের বিবরণ
বিল অফ এক্সচেঞ্জ বা ড্রাফট, বাণিজ্যিক ইন ভয়েস,কান্ট্রি অফ অরিজিন, বিল তব ল্যাডিং বা এয়ারওয়ে বিল, সামুদ্রিক বীমা পলিসি ইত্যাদি প্রায় সব রপ্তানীর কোত্রে আবশ্যকিয় দলিল হিসেবে গণ্য করা হয়। নিম্নে এগুলো আলোচিত হলঃ