ঋণ ব্যবস্থাপনা
সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ঋণের নীতিমালা নির্ধারণ করে থাকেন। এ সবল নীতিমালাকে সামনে রেখে গ্রাহকের যৌক্তিক ঋণ চাহিদা বিবেচনা করে ব্যাংক কথ প্রদান করে থাকে। ঋণ প্রদানকে বাণিজ্যিক ব্যাংক-এর প্রধান কাজ হিসাবে বিবেচনা করা হয়। বাণিজ্যিক ব্যাংক মানেই মুনাফা অর্জনকারী অর্থনৈতিক প্রতিষ্ঠান। জনসাধারণের উদ্বৃত্ত অর্থ বা সঞ্চয় একত্রিত করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ বা ব্যবহার করা বাণিজ্যিক ব্যাংক এর কাজ পরিশোধিত মূলধন (Paid up Capital), সংরক্ষিত তহবিল (Reserve Fund) ইত্যাদি ব্যাংক ব্যবসায় নিয়োজিত অর্থের যোগান দিলেও, জনগণের নিকট হতে বিভিন্ন প্রকারের হিসাবে সংগৃহীত জমার অংকই ব্যাংক ব্যবসা নিয়োজিত অর্থ যোগানের মূল উৎস। ব্যাংক কর্তৃক প্রাপ্ত জমার উপরে হিসাবের প্রকারভেদে সুদ দিতে হয়। তদুপরি ব্যাংকের নিজস্ব প্রশাসনিক ব্যয়ভারও বহন করতে হয় এবং সংগত পরিমাণ মুনাফা অর্জন করতে হয়। এসকল লক্ষ্য অর্জনের ভিত্তিতে ব্যাংকের প্রাপ্ত জমা বা তহবিলকে কাজে লাগিয়ে আয় করা বাঞ্ছনীয়। অন্যথায় সংগৃহিত সঞ্চয় হতে প্রাপ্ত তহবিল অলস বা নিষ্ক্রীয় অবস্থায় পড়ে থাকবে এবং ব্যাংকের লোকসান হবে।